Homeজেলামান্দায় ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মান্দায় ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠকে সুসংগঠিত করার লক্ষে “সারাদেশে ৩ মাস ব্যাপী” ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহাদত হোসেন মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটি সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হক চঞ্চল।


আরও পড়ুন:ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বিএনপি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি।


এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা,ইকরামুল বারী টিপু,উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান,ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক,কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান
আব্দুল মতিন মন্ডল, কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান,উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক সোহরাব হোসেন, শাহিনুর রহমান সহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়।

সর্বশেষ খবর