কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হয়েছিল ভিতরবন্দ ফুটবল একাদশ এবং রাবাইতারী ফুটবল একাদশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী এবং ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জনাব নজির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপির উপজেলা শাখার ত্যাগী নেতা খোরশেদ আলম,উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মুকুল,যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান,বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান,কাশিপুর ইউনিয়ন ন্নন৷৷ বিএনপির সভাপতি জনাব আবু তালেব মিয়া,শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাইফুর রহমান,জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার সিনিয়র আহ্বায়ক আরিফুর রহমান আরিফ,জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার সদস্য আতাউর রহমান ও জোবায়দুল হক মাস্টার।
খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
প্রধান অতিথি জনাব নজির হোসেন বলেন,
“খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। তবে, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করছে। শেখ হাসিনা এখন এক কাপড়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন।”
আরও পড়ুন:নাগেশ্বরীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলায় ভিতরবন্দ ফুটবল একাদশ জয়লাভ করে। বিজয়ী ও রানারআপ দল উভয়ই চমৎকার খেলা উপহার দিয়েছে।
উল্লেখ্য, স্থানীয় যুবসমাজের মাঝে ক্রীড়া চেতনা বৃদ্ধি ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মজিবুল হক ব্যাপারী, আনারুল হক ব্যাপারী, সুমন ইসলাম ও জুয়েল ইসলাম।
এই আয়োজন ফুলবাড়ীর ক্রীড়াপ্রেমী জনগণের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।