Homeজেলানাগেশ্বরীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নাগেশ্বরীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আজ সকাল ১০টায় উপজেলা হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ।

স্কুল পর্যায়ে বিজয়ী:
স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাগেশ্বরী দয়াময়ী একাডেমি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাদমান সাদাব জায়েদ, দলনেতা, নাগেশ্বরী দয়াময়ী পাইল একাডেমি।


আরও পড়ুন:কোটচাঁদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


কলেজ পর্যায়ে বিজয়ী:
কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে নাগেশ্বরী সরকারি কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাহুল চন্দ্র সাহা, দলনেতা, নাগেশ্বরী সরকারি কলেজ।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই আয়োজন তরুণদের সৃজনশীলতা, যুক্তিবাদ, ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর