Homeজেলাপাংশায় ৩৭০ টি গাঁজার গাছসহ একজন গাঁজাচাষী গ্রেফতার

পাংশায় ৩৭০ টি গাঁজার গাছসহ একজন গাঁজাচাষী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ৩৭০ পিস গাঁজা গাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামে এক গাঁজাচাষিকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গতকাল (১৪ জানুয়ারি) মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের বেজপাড়া থেকে পাংশা মডেল থানার এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে।

গ্রেফতারকৃত গাজাচাষি সাহিদুল মণ্ডল উপজেলার বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ১ মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মণ্ডল নামে এক ব্যক্তি গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দসহ ওই চাষিকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন:উলিপুরে শুকর আলীর সাথে বেজির বন্ধুত্ব


বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সর্বশেষ খবর