কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে কালিরহাট সমন্বয় পাড়ায় যুব সমাজের উদ্যোগে হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টায় কালিরহাট বাজার সংলগ্ন সমন্বয় পাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক এইচ এম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজার রহমান সুমন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোকছেদুল হক, উপজেলা সদর ইউনিয়নের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, ফুলবাড়ী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও হাছেন আলী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক জাকারিয়া শেখ, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে অংশ নেয় দুটি প্রতিদ্বন্দ্বী দল—কাশির ডারা একাদশ ও লালমনিরহাট একাদশ। খেলা শুরু থেকেই খেলোয়াড়দের কৌশল এবং মনোবল দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।
প্রধান অতিথি এইচ এম বাবুল উদ্বোধনী বক্তব্যে বলেন, “খেলা শুধু শারীরিক দক্ষতা বৃদ্ধি করে না, এটি যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতেও সাহায্য করে। এই ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখবে।”
আরও পড়ুন:কুড়িগ্রামে বাফলার উদ্যোগে কৃষকদের মাঝে শ্যালো মেশিন বিতরণ
বিশেষ অতিথিরা বলেন, “এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এটি যুবসমাজকে উজ্জীবিত করে এবং সামাজিক সম্প্রীতি বাড়ায়।”
স্থানীয় জনগণ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে যুবসমাজ আরও সচেতন ও সক্রিয় থাকবে।
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দাসিয়ারছড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।