Homeজেলাকুড়িগ্রামে বাফলার উদ্যোগে কৃষকদের মাঝে শ্যালো মেশিন বিতরণ

কুড়িগ্রামে বাফলার উদ্যোগে কৃষকদের মাঝে শ্যালো মেশিন বিতরণ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা নদীর অববাহিকায় জেগে উঠা চরে কৃষি খাতে উন্নয়নে কৃষকদের মাঝে শ্যালো মেশিন প্রদান করেছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেল (বাফলা)।চর কদমতলা, দৈখাওয়ার চর ও চর ভগবতীপুরের কৃষকদের মাঝে তিনটি শ্যালো মেশিন বিতরন করা হয়।

বুধবার ১৫ জানুয়ারি দুপুরে জেলা পরিষদ মার্কেটের হক ফেয়ার চত্বরে কৃষকদের মাঝে শ্যালো মেশিন প্রদান করেন সংগঠনটির প্রতিনিধি শফিকুল হক পারু।

এ সময় উপস্থিত ছিলেন মেঠোজন সভাপতি ইউসুফ আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম আহবায়ক ইউনুস আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, সাংবাদিক জাহানুর রহমান খোকন, ফজলুল করীম ফারাজি প্রমুখ।


আরও পড়ুন:মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১


শ্যালো মেশিন পেয়ে চর কদমতলা গ্রামের কৃষক মোঃ শহিদুল ইসলাম বলেন, সংগঠনটির দেয়া শ্যালো মেশিনটি আমাদের খুব কাজে লাগবে।মেশিন রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের আমরা নিজেদের জমিতে সেচ দেয়ার পাশাপাশি অনান্যদের জমিতে সেচ দিতে পারবো।এতে আমাদের এলাকার কৃষকরা উপকৃত হ

সর্বশেষ খবর