Homeজেলাওয়াজ মাহফিল শুনে বাড়িতে ফেরা হলো না খাদিজার

ওয়াজ মাহফিল শুনে বাড়িতে ফেরা হলো না খাদিজার

ওয়াজ মাহফিল শুনতে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরা হলো না মানসিক প্রতিবন্ধী খাদিজার (৫৫)। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর তিন রাস্তার মোড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধা চাঁদরতনপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ভোররাতে রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা বৃদ্ধা খাদিজা খাতুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত খাদিজা খাতুন মানসিক প্রতিবন্ধী। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার দাবি করায় তার লাশ ময়নাতদন্ত ছাড়াই ফেরত দেওয়া হয়।

সর্বশেষ খবর