লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিতর্ক প্রতিযোগিতায় হায়দরগঞ্জ মডেল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ”বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই’’ তারুণ্যের উৎসব-২০২৫খ্রিঃ এ শ্লোগানকে ধারণ করে বিতর্ক প্রতিযোগিতায় নামকরা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মিলনায়তনে ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত সৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।
ফাইনাল রাউন্ডে রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমিকে পরাজিত করে হায়দরগঞ্জ মডেল স্কুল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। বিজয়ী দলের বিতার্কিকরা হলেন, নাফিসা তাবাস্সুম, খুশবু আক্তার ও দলনেতা তাসনিন জাহান।
আরও পড়ুন:রাণীনগরে ওএমএস’র চাল বিক্রি শুরু
বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ রমিজ উদ্দিন, এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ মাইনউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।