‘জুলাই বিপ্লবের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এসময় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইটসহ সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, ইয়াসীরুল কবীর সৌরভ, তানভীর মন্ডল ও মুবাশ্বির রহমান উপস্থিত ছিলেন।
সহ সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা- এই স্লোগানে, এই মর্মে আমরা আজকে কর্মসূচি পালন করছি। জুলাই বিপ্লব পরবর্তী এখনও পর্যন্ত আমরা একটি ঘোষণাপত্র জারি করতে চেয়েছিলাম কিন্তু সরকার সে দায়িত্বের এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। অতিসত্বর আমরা আমাদের কর্মসূচি আরো জোরদার আকারে শুরু করবো। কারণ এ জুলাই বিপ্লব যদি বাংলাদেশ ধারণ করতে চাই, তাহলে এ ঘোষণাপত্র বাস্তবায়ন করা খুবই জরুরি।’
আরও পড়ুন:জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে ভিতরবন্দ ডিগ্রি কলেজের অসাধারণ সাফল্য।
এসময় সুইট বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায় ছয় মাস অতিবাহিত হলেও আমরা এখনও কোনো ঘোষণাপত্র হাতে পাইনি। সে জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ১৫ জানুয়ারী পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম যেন তার এর মধ্যেই ঘোষণাপত্র দেয় এবং জনআকাঙ্ক্ষা তা যেন পূরণ করে। সেই ঘোষণাপত্রের জন্য জনমত গঠনের কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালাচ্ছে।’
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ১৫ জানুয়ারী পর্যন্ত সময় দিয়ে আল্টিমেটাম দেয়।