Homeজাতীয়১০ ট্রাক অস্ত্র: খালাস পেলেন বাবর ; মুক্তি পাবেন আজই

১০ ট্রাক অস্ত্র: খালাস পেলেন বাবর ; মুক্তি পাবেন আজই

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে হাইকোর্ট খালাস দিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান শুনানি করেন। আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।

এ রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী এ কথা বলেন।

গত বছরের ১৮ ডিসেম্বর একই মামলায় বাবরসহ ছয়জনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন একই বেঞ্চ। আজকের রায়ের ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় করা দুই মামলায় ২০১৪ সালে বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। মামলাগুলো পরবর্তীতে হাইকোর্টে আপিল হয়।

এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা মামলার আরেকটি ধাপ সম্পন্ন হলো।

সর্বশেষ খবর