অদ্য ১৪ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকেল ২.০০ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডেসমাপনী দিনে ভিতরবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তারা সর্বোচ্চ ৭টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ক্ষমতা ও বিজ্ঞান চেতনার প্রদর্শনী,কুইজ প্রতিযোগিতা,লিখিত পরীক্ষা সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। ভিতরবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রকল্প, প্রশ্নোত্তর পর্ব,লিখিত পরীক্ষা এবং উদ্ভাবনী প্রতিযোগিতাসহ একাধিক ইভেন্টে বিশেষ দক্ষতা প্রদর্শন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুল ইসলাম। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
আরও পড়ুন:নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতঃ
বিজ্ঞান মেলায় ভিতরবন্দ ডিগ্রি কলেজের এমন সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ গর্বিত। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব ফারুক আহমেদ জানান, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের আরও উন্নত প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের জন্য কাজ করে যাব।”
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে এ মেলা ও অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আয়োজকরা মনে করেন।