ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি মামুনুর রশিদকে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আটক করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। পরীক্ষার হলে উপস্থিত হওয়ার পর অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে হলের সামনে জড়ো হন। পরীক্ষা শেষে মামুনুর হল থেকে বের হলে শিক্ষার্থীরা তাকে চড় থাপ্পড় দেন। পরে প্রক্টরিয়াল বডি এসে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।
সহকারী প্রক্টর ড. ফকরুল ইসলাম জানান, মামুনুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাকে পরীক্ষা দিতে নিষেধ করা হয়েছিল। তবুও পরীক্ষায় অংশ নেওয়ার পেছনে কারও প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ইবি থানার ওসি মেহেদী হোসেন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। মামুনুর নিষিদ্ধ ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বলে জানা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।