Homeচোরের উৎপাতধঝিনাইদহে একরাতে ২৭ দোকানে দু:সাহসিক চুরি।

ধঝিনাইদহে একরাতে ২৭ দোকানে দু:সাহসিক চুরি।

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে গতরাতে ২৭টি দোকানে একসাথে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র বাজারের ৩ টি মার্কেটের ২৭ টি দোকান ভেঙ্গে মালামাল ও নগদ টাকা চুরি করেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রোববার দিবাগত রাত দেড় টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকার ৩ টি মার্কেটে প্রবেশ করে। চোরচক্র বাজারের ২৭ টি দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। ব্যবসায়ীদের আনুমানিক ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে। সিসি টিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।মাত্র হাফ কিলোমিটার দূরে হাটগোপালপুর পুলিশ ফাঁড়ি অবস্থিত হলেও এমন চুরির ঘটনা এলাকার ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃস্টি করেছে।
বাজারের মিমি ফার্মেসি দোকানের মালিক জিয়াউল হক রাজু জানান, ভোর ৪টার দিকে আমি জানতে পারি আমার দোকানে চুরি হয়েছে । এসে দেখি দোকানের সাটার উচু করা দুইটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে । ভেতরে ঢুকে দেখি ড্রয়ার খোলা । সেখানে দুই লাখ টাকার একটি চেক, ৭হাজার নগদ টাকা ছিল। সেগুলো নেই।


আরও পড়ুন:লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি মূল্যের কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করলো আদালত


হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, আমাদের এ বাজারে প্রায় ২’শ দোকান রয়েছে। তার মধ্যে ২৭টি দোকানে চুরি হয়েছে। নাইটগার্ড ডিউটি করার কথা ১২ জনের । কিন্তু ডিউটি করেছে ৮জন। আমরা সিসি টিভি ক্যামেরা ভিডিও ফুটেজ পেয়েছি। সেখানে মাত্র একজনকে চুরি করতে দেখা গেছে।বিষয়টি প্রশাসনকে জানিয়েছি তবে এখনও মামলা করা হয়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । আসামি ধরতে পুলিশ কাজ করছে এখনও মামলা হয়নি ।
(ভক্সপপ/সট/ফুটেজ এট্যাস্ট করা আছে)
সট- আনোয়ার হোসেন দোকান মালিক সভাপতি
সট- আব্দুল্লাহ আল মামুন,ওসি ঝিনাইদহ সদর থানা।
ভক্সপপ- দোকানী।

সর্বশেষ খবর