বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, এটি চালু করতে হলে অন্তত ৬ হাজার ফুট রানওয়ে প্রয়োজন, তবে বর্তমানে রানওয়ের দৈর্ঘ্য ৪৭০০ ফুট। রোববার (১২ জানুয়ারি) বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দেয়া হলেও তাতে গুরুত্ব দেয়া হয়নি। বর্তমান সরকারকে নতুন করে প্রস্তাব দেয়া হবে। বাজেট পাওয়া গেলে স্বল্প পরিসরেও বিমানবন্দরটি চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। বিমানবন্দর চালু হলে এটি দেশের নবম বিমানবন্দর হিসেবে অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন>>বগুড়া বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ
এ সফরের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সভানেত্রী সালেহা খান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাফওয়া প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে।
পরিদর্শনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিমানবন্দর চালুর মাধ্যমে বগুড়ার অর্থনৈতিক উন্নয়ন এবং সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।