Homeরাজনীতিভ্যাট বৃদ্ধি সরকারের নির্দয় সিদ্ধান্ত: জি এম কাদের

ভ্যাট বৃদ্ধি সরকারের নির্দয় সিদ্ধান্ত: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সরকারের ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে কঠোর সমালোচনায় বিদ্ধ করেছেন। এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপকে “গণবিরোধী” ও “নির্দয়” আখ্যা দিয়ে সরকারের প্রতি এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

রোববার বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান জি এম কাদের।

জি এম কাদের বলেন, দেশের জনগণ বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়েছে। ঘরে ঘরে বেকারত্ব, চিকিৎসা সেবার অভাব, এবং ব্যবসায়ীদের ক্ষতির চাপে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পাশাপাশি, মূল্যস্ফীতি, ডলারের ঊর্ধ্বগতি এবং ব্যাংক সুদের উচ্চ হারের কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জন্য আরও অসহনীয় হয়ে উঠবে বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, জনগণের কষ্টকে বিবেচনায় রেখে সরকার অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে পরিস্থিতি সামাল দিতে পারে। ভ্যাট বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জি এম কাদের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ মানুষকে আর্থিক সংকটে আরও বেশি জড়িয়ে ফেলবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি সরকারের নীতিতে মানবিকতা ও জনকল্যাণের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

সর্বশেষ খবর