লক্ষ্মীপুরের নৌ-অঞ্চলে যুক্ত হচ্ছে ৩টি আধুনিক লঞ্চ টার্মিনাল। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাট এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
(বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের) নৌ-সংরক্ষণ ও পরিচালক বিভাগের (যুগ্ম পরিচালক) শ.আ. মাহফুজ উল আলম মোল্লা (সজল) জানান, শীঘ্রয় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌ-টার্মিনাল করা হবে লক্ষ্মীপুর জেলার ৩টি নৌ-রুটের পয়েন্টে।’ মজু চৌধুরী হাটের লঞ্চঘাট, মতির হাট লঞ্চঘাট, রামগতির বদ্দারহাট ও শরিয়তপুর জেলার আলু-বাজার লঞ্চ টার্মিনাল। ১টি প্যাকেজের আওতায় ৪টি লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে। আশা করি ২০২৫ সালের মধ্যেই এই টার্মিনালগুলোর নির্মাণ কাজ শেষ হবে।
আরও পড়ুন:দৈনিক কালবেলার সাংবাদিক শামীম হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পাংশায় মানববন্ধন
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর বিআইডব্লিউটিএ বন্দর-বিভাগের (উপ-পরিচালক) মো. বশির আলী খান, নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামসহ প্রমুখ।