সংগঠনের কার্যালয়ের ‘সিনিয়র মেম্বারদের’ সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) জৈষ্ঠ তিন প্রকৌশলীকে মারধর ঘটনায় সংগঠনটির সাধারণ সম্পাদককে বহিস্কার করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সেখানকার আরো প্রকৌশলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
গত ৭ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম। বহিস্কৃত ব্যক্তির নাম প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ। তিনি এ্যাবের সাধারণ সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কার্যালয়ে কমিটির বিষয়ে আলোচনার বৈঠকে বসতে দরজায় লাথি মেরে ঢুকে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) জৈষ্ঠ তিন প্রকৌশলীকে মারধর করেন প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহর নেতৃত্বে বেশ কয়েকজন সদস্য।
২৯ ডিসেম্বর আইইবি চট্টগ্রামের কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে এ্যাব। পরবর্তীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সর্বসম্মতিতে প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রকৌশলী সোহান আহমেদ টিটু, প্রকৌশলী মুনতাসীর মামুন ও শহীদুজ্জামান কিরণকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তির বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী।