Homeরাজনীতি২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে ২০০টি আসন পেলেও বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। শনিবার বিকালে রাজধানীর বনানীতে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকেই বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, “স্বৈরাচার পরবর্তী পরিস্থিতিতে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, তা বিবেচনা করেই এই দফাগুলো প্রণয়ন করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। এজন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জনগণকে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার মতে, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠনের পথ সুগম হবে।

বিএনপির এই বক্তব্য তাদের ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের প্রতিফলন এবং দেশের সবার স্বার্থে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি হিসেবে দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর