ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন এলাকার ছিন্নমূল শিশু ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। এ কর্মসূচির আওতায় ১৬০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬ নম্বর কক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, সংগঠনটির উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর গাজী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ঐক্যমঞ্চের আহ্বায়ক, তারুণ্যের সাধারণ সম্পাদক এবং অন্যান্য স্বেচ্ছাসেবী নেতারা।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, সংগঠনটি সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করবে। তিনি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এ সংগঠনের আদর্শ ধারণ করে সর্বদা মানুষের পাশে থাকবে।”
আরও পড়ুন:ইবির হিসাববিজ্ঞান বিভাগের নতুন সভাপতি ড.জামাল উদ্দিন
উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল গফুর গাজী সংগঠনটির কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, “মানবতার কল্যাণে তারুণ্যের অবদান প্রশংসনীয়। আমি আশা করি, সংগঠনটি আরও এগিয়ে যাবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, “তারুণ্য একটি অলাভজনক সংগঠন, যা নিঃস্বার্থভাবে মানবতার জন্য কাজ করছে। সমাজে অনেক সংগঠন থাকলেও সত্যিকারের মানবসেবা কম দেখা যায়। যারা তরুণ বয়সে সৎ কাজ ও ইবাদতে মনোযোগ দেয়, তারা আল্লাহর কাছে প্রিয়। আমি মনে করি, তোমাদের মতো তরুণরাই রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিদার।”
তিনি আরও জানান, সংগঠনটির জন্য নির্দিষ্ট একটি কার্যালয়ের ব্যবস্থা করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।