Homeবাংলাদেশইবির হিসাববিজ্ঞান বিভাগের নতুন সভাপতি ড.জামাল উদ্দিন

ইবির হিসাববিজ্ঞান বিভাগের নতুন সভাপতি ড.জামাল উদ্দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় অনুষদভুক্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) দুপুর ১২টায় অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাকক্ষে অধ্যাপক ড. জামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন।


আরও পড়ুন:বর্ণাঢ্য আয়োজনে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ঝিনাইদহের কেমব্রীজ একাডেমীর।


এ সময় সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দু সাহা, ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আলী নূর রহমান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং হিউম্যান রিসোর্স ও ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ খবর