Homeজেলামান্দায় ভূমিহীন কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মান্দায় ভূমিহীন কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভূমিহীন, গরীব ও অসহায় কৃষকরা। শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার কোঁচড়া বাদলঘাটা স্কুল বাজারে ভূমি দখলে সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

কোচরা বাদলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম আহব্বায়ক ওবায়দুল হক, উপজেলা বিএনপির সদস্য আঃ কাদের, ইউনিয়ন বিএনপির সদস্য লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেলাল উদ্দিন হিল্লোলসহ জিয়ার আলী, নূর মোহাম্মদ, আফরোজা খাতুন, নাসির উদ্দিন প্রমূখ।


আরও পড়ুন:শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসলাম চৌধুরী…. রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে


এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মান্দা বিলে বহু জমি সরকারী খাস হিসেবে রয়েছে। আবার কিছু জমি ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণ পূর্বক ব্যক্তি মালিকগণ চাষাবাদ করে থাকেন, কারো কারো দলিলপত্রও রয়েছে। বিগত আওয়ামী সরকারের সময় এলাকার কিছু ভূমিদস্যু এসব সরকারী জমি সহ ব্যক্তি মালিকানারও কিছু জমি জোরপূর্বক ভোগ দখল করতো। তারা এক বিঘা খাস জমি লীজ নিয়ে ২০ থেকে ৫০ বিঘা জমি অন্যায় ভাবে ভোগ দখল করেছে। বর্তমানে ০৫ আগস্টের পট পরিবর্তনের পর এলাকার কিছু দরিদ্র অসহায় মানুষ মান্দা বিলের সরকারী খাস জমি আওয়ামী ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য সোচ্চার হলে তারা বিষয়টি ভিন্নখাতে পরিচালনা করার অপচেষ্টায় লিপ্ত হন।

তারা আরো বলেন, আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা তাদের অপকর্ম ঢাকতে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু এবং স্থানীয় বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে ভূমি দখলে সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনয়ন করে মানববন্ধন করে। প্রকৃতপক্ষে তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাদের সাথে এ ঘটনার কোন সম্পৃক্ততা নেই।#

সর্বশেষ খবর