Homeজেলাআরপিইউজে’র আয়োজনে রংপুরে সাংবাদিকতার উন্নয়ন বিষয়ক আলোচনা

আরপিইউজে’র আয়োজনে রংপুরে সাংবাদিকতার উন্নয়ন বিষয়ক আলোচনা

রংপুর টাউন হলে আজ ১১ জানুয়ারি, শনিবার, সকাল ১০টায় রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) উদ্যোগে এক বিভাগীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সুরক্ষা এবং নৈতিকতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হয়।

সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহিন। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জাতির প্রতি একটি বড় দায়িত্ব। সত্য প্রকাশের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, যিনি সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পরিষদের সদস্য মমতা শিরীন ভরসা সাংবাদিকদের নৈতিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করার আহ্বান জানান।


আরও পড়ুন:বিভাগ সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ


শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান কলি সমাবেশে সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেন।

সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। তিনি স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, ডিআইজি মো. আমিনুল ইসলাম (বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ), রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম।

সমাবেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, স্বাধীনতার সুরক্ষা এবং ডিজিটাল মিডিয়ার প্রসারে করণীয় নিয়ে আলোচনা হয়। বক্তারা সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল নিয়ে মতামত দেন।

সমাবেশে উপস্থিত বিভিন্ন বক্তাগণ সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিক হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্বকারী কালো ডিজিটাল আইন বাতিল ও এই আইনে রংপুর বিভাগের সাংবাদিকদের নামে যত মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকতার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে একটি প্রস্তাবনা গৃহীত হয়। রংপুর সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ সাংবাদিকদের মধ্যে ঐক্য এবং পেশাগত দায়িত্বশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর