নাটোর মহাশ্মশানে তরুণ দাস হত্যা, চট্টগ্রাম থেকে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
নাটোরে তরুণ দাস হত্যায় জড়িত মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাস (৬০) হত্যায় জড়িত মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নাটোর বড়হরিশপুর মহাশ্মশান প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।
তরুণ দাস (৬০) নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওই শ্মশানে রাতে থাকতেন।
আরও পড়ুন:নতুন ওএমএস নীতিমালা : আমলারা ঠিক করবেন ডিলার-উপকারভোগী কে
গ্রেপ্তার মো. সবুজ হোসেন (২৪) নাটোর শহরের বড়হরিশপুর এলাকার মো. রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, সবুজসহ অন্যান্য আসামি নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি করতে এলে তরুণ দাস তখন দেখে ফেলায় তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে তপু কুমার দাস থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করেন। পরে পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টিম এ ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী মো. সবুজ হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে।
জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।