Homeবাংলাদেশলক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু, আহত হয়েছে ৯ জন

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু, আহত হয়েছে ৯ জন

লক্ষ্মীপুরে পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯ জন। জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ার) রাত সাড়ে ৯ টার দিকে জেলার সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় মোটরসাইকেল-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) এক কিশোরের মৃত্যু হয়। এসময় আরও ৫ জন আহত হয়েছে। এরমধ্যে আহত সিফাতসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. মনজুর ছেলে। আহত অন্যরা হলেন সাব্বির হোসেন, জাহেদ হোসেনসহ ৫ জন। তারা উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, অটোরিকশা মির্জাপুর এলাকা থেকে কালিবাজার দিকে আসছিল। মোটরসাইকেলযোগে পিয়াস বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা-মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত অবস্থায় পিয়াসসহ ৬ জনকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নিলে পিয়াসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিফাত নামে একজনসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছ।

এদিকে এদিন বিকেলে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে এক যুবক মারা যায়। সে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল আনার আগেই পিয়াস নামে একজন মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেলেও একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। আহত হয়েছে চার জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর