ঢাকার গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ও ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
দিনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনী পর্ব সম্পন্ন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী।
পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবার-পরিজনদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা, পিঠা উৎসব, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। র্যাফেল ড্রয়ের মাধ্যমে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান একে সফল আয়োজন হিসেবে অভিহিত করেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।