Homeজেলালক্ষ্মীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

লক্ষ্মীপুরে ৫’শ হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

শুক্রবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শহরের সরকারী আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও উপজেলার বিভিন্ন স্থানে মাদ্রাসা, এতিমখানা ও বাসটার্মিনাল সহ বিভিন্ন স্থানে সরকারীভাবে কয়েকশ কম্বল বিতরণ করা হয়।

মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছিন্নমূল হতদরিদ্র,অসহায় ও দুস্থদের মাঝে পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে এ সব কম্বল বিতরন করা হয়।এটি অব্যাহত রাখা হবে।

এসময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, প্রত্যেক উপজেলায় সরকারীভাবে কম্বল বিতরন করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে খেটে খাওয়া মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে,গভীররাতে শীতার্থদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এটি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সর্বশেষ খবর