Homeজেলাবগুড়ার শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুল্লাহ আল মামুন গাড়িদহ ইউনিয়নের কালশিমাটি উত্তর পাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং গাড়িদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, মামুনের বিরুদ্ধে গত ২ নভেম্বর একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামুনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

সর্বশেষ খবর