কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানার ইন্দিরা টারী গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৯ ডিসেম্বর বিকেল ৪টা ৩৫ মিনিটে নাগেশ্বরী থানার এসআই প্রদীপ চন্দ্র মোহন্ত ও তার সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে মো: মল্লিক আলী নামে এক ব্যক্তিকে আটক করে। মল্লিক আলী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর (চান দোলার পাড়) গ্রামের বাসিন্দা। তিনি মৃত হযরত আলী ও মোছা: মরিয়ম বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া গাঁজা এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ অভিযান মাদক নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের দৃঢ় পদক্ষেপের প্রতিফলন। নাগেশ্বরী থানা পুলিশ জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আরও কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেছেন।