Homeঅপরাধফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: পাবনা জেলা ও পাবনা থানার পশ্চিম সাধুপাড়া গ্রামের মঞ্জিল এর ছেলে পলাশ এবং সরষি সোনাতলা গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ইকবাল হোসেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) দুপুরে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানের সময় তাদের শরীরে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


আরও পড়ুন:মান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর