‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদে ভারশোঁ ইউনিয়নের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় ইউনিয়নের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আগামীর নতুন বাংলাদেশ গড়ার অন্তরায় কি কি সমস্যা এবং এর সমাধানে তারুণ্যের ভাবনা প্রকাশ করে।
আরও পড়ুন:কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, বৈষম্য বিরোধী ছাত্র – জনতা প্রতিনিধি, ফাহিম রহমান, শামীমা ইয়াসমিন সাথী, ওয়াশিম রাজু, জোবায়ের আল হাসান, জারিফ আল সাকিব মুন, ইউপি সচিব প্রদীপ কুমার সহ অনেকে।#