ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাস প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংগ্রহশালা স্থাপনের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৮ জানুয়ারি) কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য কর্তৃক গঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আলিমুজ্জামান টুটুল। অপর দু’জন সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং এস্টেট প্রধান মোহাম্মদ আলাউদ্দিন রয়েছেন।
প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, আমি আজকে চিঠি পেয়েছি। কোথায় হবে, কিভাবে হবে তা জানি না। তবে আগামী সাপ্তাহে মিটিং করলে জানতে পারব।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য মহোদয় কমিটি গঠন করেছেন তবে কেমন হবে, কোথায় হবে, বাজেট কেমন তা এখনও সিন্ধান্ত হয়নি। কমিটির বাকি সদস্যরা মিলে বসে আমরা আলাপ করে ঠিক করতে পারবো। বর্তমান শহীদ জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর সংলগ্ন হতে পারে বলে অনেকটাই ধারণা করেছেন তিনি।