নওগাঁর ধামইরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর উদ্যোগে ৩ শত দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১ টায় উপজেলার পৌরসভা সংলগ্ন অবস্থিত ধামইরহাট উপশাখার আয়োজনে এসকল কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জয়পুরহাট জেলা শাখার ব্যবস্থাপক মো. ফারুক আলম, ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক মো. সামসুল ইসলাম, সহকারি ক্যাশ ইনচার্জ গোলাম সাকলাইন, উপশাখার ব্যাংক গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়িক মো. কামরুজ্জামান প্রমুখ।
ইউসিবি ব্যাংক ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক সামসুল ইসলাম জানান, এই শীতে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে। হতদরিদ্র ওইসব মানুষের কথা চিন্তা করে ইউসিবি ব্যাংক শীতবস্ত্র বিতরণ সিদ্ধান্ত নিয়েছে। তার ধারাবাহিকতায় উপজেলার দুস্থ অসহায় ৩ শত জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।