Homeজেলাকসবা বায়েক ইউপি বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কসবা বায়েক ইউপি বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বি-বাষিক সম্মেলনে জেলা বিএনপির সভাপতি প্রাথী কবির আহমেদ কে সভাপতি বাস্তবায়নের লক্ষ্যে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিএনপি’র উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার ( ৭জানুয়ারি ) সন্ধ্যায় উপজেলা বায়েক ইউনিয়নেরর নয়নপুর বাজার বিএনপির কার্যালয় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কসবা বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বায়েক ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (কানু) যুবদলের আহ্বায়ক জাহিদ মোঃ সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু ইউসুফ, রিয়াজ উদ্দিন মামুন যুগ্ম আহ্বায়ক বায়েক ইউনিয়ন যুবদল। বায়েক ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম।

এসময় বক্তারা বলেন জেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাব এবং আলহাজ্ব কবির আহমেদ ভূইয়াকে সভাপতি নির্বাচিত করে ঘরে ফিরব। এসময় নেতাকর্মীদেরকে ন্যায় পথে থেকে সকল কর্মসূচী পালন করার আহবান জানান।

সর্বশেষ খবর