হবিগঞ্জের চুনারুঘাটে জহুর আলী (৬০) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয়রা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) চুনারুঘাটের বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জহুর আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে।
নিহতের পরিবার জানায়, গত শনিবার ওই সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে কাজ করতে যান কৃষক জহুর আলী। এরপর তিনি আর বাড়ি ফিরেন নি। পরে মঙ্গলবার বিকেলে তারা জানতে পারেন চোরাকারবারি সন্দেহে বিএসএফ জহুর আলীকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। তার লাশ এখনও ভারতের খোয়াই থানার মর্গে রাখা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাল্লা কোম্পানি কমান্ডার বলেন, নিহতের মরদেহ এলে ময়নাতদন্তরে পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।