Homeবাংলাদেশশিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকার মাঠ-ঘাট থেকে সরে গেছে কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্তিতি বিরাজ করছে। তবে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জানুয়ারি) সকালে ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে রোববার বিকেলে বিষয়টি মীমাংসায় পাতাকা বৈঠক হলেও কোনো সমাধান মিলে নি। সোমবার বিএসএফ’র পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদিও রাস্তা নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে বিএসএফ।

ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ঠিক রাস্তা নির্মাণ নয়, রাস্তা নির্মাণের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে মাটি খুঁড়াখুঁড়ি শুরু করেছিল।

সবশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমরাও আমাদের সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন রেখেছি। সাধারণ মানুষের ভয়ের কোন কারণ নেই।

সর্বশেষ খবর