Homeমতামতএই মুহুর্তে কী প্রয়োজন বিপ্লবী সরকার নাকি নির্বাচন?

এই মুহুর্তে কী প্রয়োজন বিপ্লবী সরকার নাকি নির্বাচন?

বিপ্লবী সরকার বা নির্বাচন এ নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব। বিপ্লবী সরকার এবং নির্বাচন দুটো বিষয়ই রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে থাকে।

যদি বিপ্লবী সরকার গঠন হয় তবে তা সাধারনত বর্তমান রাজনৈতিক বা প্রশাসনিক ব্যাবস্থাপনা পরিবর্তনের লক্ষ্যে হয়। বিপ্লবী সরকার যদি থাকতে হয়। তবে দেশের বিভিন্ন ব্যাবস্থাপনার পরিবর্তন করতে হবে। জোড়ালো করতে হবে দেশের আইনশৃঙ্খলা। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা ও বিপ্লবী সরকার কে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে।

অন্যথায় প্রয়োজন একটি সুষ্ঠু ও গনতান্ত্রিক নির্বাচনের। গনতান্ত্রিক নির্বাচনের মাধমে জনগন তাদের মতামতের মাধ্যমে গনতান্ত্রিক দল নির্বাচন করতে হবে। যার দ্বারা একটি শুষ্ঠু ও সামাজিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারে এবং দেশের আইনশৃঙ্খলা শুষ্ঠু করতে পারলে। গনতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগনের উচিৎ একটি গনতন্ত্রিক রাজনৈতিক দলকে ক্ষমতা প্রদান করা।

আর যদি বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা করতে হয়। তবে বর্তমানে বিপ্লবী সরকারকে কঠোর আইনের ব্যাবস্থা করতে হবে দেশে। দেশের সমাজিক নিরাপত্তার প্রতিষ্ঠা করতে হবে। শুষ্ঠু ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে দ্রুত গতীতে। আর যদি বিপ্লবী সরকার দ্বারা তা সম্ভব না হয়। তবে নির্বাচনের মাধ্যমে একটি গনতন্ত্রিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা উচিৎ।

সর্বশেষ খবর