Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে ফেলানী হত্যা দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইবিতে ফেলানী হত্যা দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফেলানি হত্যা দিবস উপলক্ষে ভারতীয় বাহিনী দ্বারা সীমান্তে হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী জানান তারা।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেল সাড়ে চারটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরবর্তীতে ডায়না চত্বর হয়ে প্রধান ফটকে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, “১১ বছর আগে ভারতীয় বিএসএফ বাহিনী কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রেখেছিলো। সেদিন তারা পুরো বাংলাদেশের মানচিত্রকে রক্তাক্ত করে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রেখেছিলো বলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে। বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে চোখে চোখ রেখে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনিতীর কারণে তাদের কাছে নত হয়ে থাকতো। তবে জুলাই বিপ্লবের পর যে সরকার গঠিত হয়েছে তাদের মনে রাখতে হবে ভারত আমাদের কাছে এমন কিছু নয়।”

তিনি আরও বলেন, “এই আমার বোন ফেলানী হত্যার বিচার অনতিবিলম্বে করতে হবে। ভারতকে এর সমুচিত জবাব দিতে হবে। আগামীর দিনে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে এবং ন্যায্যতার ভিত্তিতে।”

প্রসঙ্গত, ০৭ জানুয়ারি ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তে ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে। ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল।

সর্বশেষ খবর