মেঘ পাহাড়ের মিতালীর পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে কলেজ শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সাজেক উঠার সময় সিজক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী।
আহতদের মধ্যে ৩ শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন, ছাবিনা (২১), মিনি (২০) ও মিলি (২১)।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে জানা যায়, নোয়াখালী সরকারী মহিলা কলেজের ২১ জন ছাত্রী ও দুই জন শিক্ষক দুইটি চান্দের গাড়ী নিয়ে সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে সিজক ছড়া থেকে সাজেক উঠার সময় একটি চাদেঁর গাড়ি ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে ৯০ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় ৩ জন জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে একজন শিক্ষকের অধীনে খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নোয়াখালী সরকারি মহিলা কলেজের অপর একটি গাড়ি সাজেকে পৌঁছেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।