Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিক হাসানুর হাসানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নে। তিনি ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় হঠাৎ ছিটকে পড়ে দ্বিতীয় তলায় পড়েন। এতে তার বাম পায়ের উপরের অংশে গুরুতর আঘাত লাগে।

দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান জানান, হাসানের বাম পায়ের ফিমার হাড় ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে একই ভবনে কাজ করার সময় ২০২২ সালে নির্মাণসামগ্রী পড়ে ওবায়দুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া ২০২৩ সালের নভেম্বর মাসে শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনে পাইপ বিস্ফোরণের ঘটনায় তিনজন শ্রমিক আহত হন।

বিশ্ববিদ্যালয়ে একের পর এক নির্মাণকাজে দুর্ঘটনার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর