Homeজেলামহেশপুর সীমান্তে কোদলা নদীর ৪.৮ কিলোমিটার দখলমুক্ত করল বিজিবি

মহেশপুর সীমান্তে কোদলা নদীর ৪.৮ কিলোমিটার দখলমুক্ত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখল থেকে কোদলা নদীর ৪.৮ কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) মাটিলা বিওপি এলাকায় মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবি মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি সীমান্ত সুরক্ষা, মানবপাচার প্রতিরোধ এবং নারী ও শিশু পাচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। সভায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তারা সীমান্তে কাঁটাতারবিহীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার এবং মাদক কারবারিদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা জানান, কোদলা নদীর ৪.৮ কিলোমিটার বিএসএফের দখল থেকে মুক্ত করার মাধ্যমে স্থানীয় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সামাজিক বৈষম্য দূর করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সভার মাধ্যমে স্থানীয় জনগণকে সীমান্তের সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানান।

সর্বশেষ খবর