দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ পাবসোস লিমিটেডের আয়োজনে সোমবার (৬ জানুয়ারি) খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান শিরাজ শিপন, পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, ইউপি সদস্য শরিফ আহমেদ এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের সমিতির পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
সভা শেষে প্রধান অতিথি মোঃ মনজুরুল ইসলাম পাল্টাপুর ইউনিয়নের বিভিন্ন এতিমখানা এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে সমিতির সদস্য ও স্থানীয় জনসাধারণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
এই এজিএম এর মাধ্যমে সৃমিতির ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হয় এবং শীতকালীন সহযোগিতা কর্মসূচি পরিচালনা করা হয়।