Homeঅপরাধরাণীনগরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাণীনগরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ৫ আগষ্টের পর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন ধর্ম বিষয়ের (ইসলাম) শিক্ষক আব্দুস সোবহান মৃধা। এরপর থেকে তিনি জড়িয়ে পড়েন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতে। ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা সোমবার দিন ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে রাণীনগর সদর বাজারে লিফলেট বিতরণ করে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধার অনিয়ম-দুর্নীতি ও অদক্ষতার কারণে বিদ্যালয়ের সরকারী, বেসরকারী উন্নয়নের বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহার হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, সেশন ফি, ক্রীড়া ফি ও জরিমানা টাকা বিধি বহির্ভূতভাবে অধিকাংশ রশিদবিহীন আদায় করে তিনি। সেশন ফি বিভিন্ন খাতওয়ারী ব্যয় না করে নিজেই আত্মসাৎ করেছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাওনা কিছু মওকুফ করার সুযোগ থাকলেও তিনি মওকুফ না করে নিষ্ঠুরতম আচরণের মাধ্যমে তাদের কাছ থেকে পুরো অর্থ আদায় করে থাকেন। এছাড়া স্কুলের যাবতীয় অর্থ ব্যক্তিগত একাউন্টে গচ্ছিত রাখেন। বিদ্যালয়ের বাসায় বসবাস করলেও নিয়মিত নির্ধারিত ভাড়া পরিশোধ করেন না তিনি। বিদ্যালয় চলাকালে অধিকাংশ সময় উপস্থিত না থাকা সহ তার বিরুদ্ধে নানান অভিযোগের কথা অভিযোগে বলা হয়েছে।

স্থানীয় মাহমুদুর রহমান মধু, গোলাম মোস্তফা, পাভেল রহমান সহ অনেকে বলেন, দীর্ঘদিন থেকে এই বিদ্যালয়ে সময়মতো ক্লাস হয়না। শিক্ষার মান নিম্নমুখি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এসবের প্রতিকার চেয়ে এবং ওই শিক্ষকের অনিয়ম দুর্নীতির লিফলেট আমরা বিতরণ করেছি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। দ্রুত এসব অভিযোগের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি তাদের।


আরও পড়ুন:কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট।


এ বিষয়ে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ষড়যন্ত্রমূলকভাবে একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে যথানিয়মে বিদ্যালয় চালিয়ে আসছি।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি মোহাইমেনা শারমীন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তার কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর