কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার দৌরাত্ম্যে কৃষিজমির উর্বর টপ সয়েল ধ্বংস হচ্ছে। এ মাটি পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে অনুমোদনহীন ট্রাক্টর, যা শুধু পরিবেশ নয়, গ্রামীণ সড়ক ও মানুষের জীবনের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকা জনমনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিচ্ছে।
ইটভাটাগুলোতে মাটির যোগান দিতে কৃষকদের কাছ থেকে অল্প মূল্যে জমির উপরিভাগের মাটি কেনা হচ্ছে। এতে জমির উর্বরতা কমে গিয়ে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকরা বাধ্য হয়ে জমি বিক্রি করলেও, দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলের খাদ্য উৎপাদনে।
মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরগুলোর চালক অধিকাংশই কিশোর বালক।নেই ড্রাইভিং লাইসেন্স। অতিরিক্ত ওজন বহন করায় পাকা ও কাঁচা রাস্তা ভেঙে যাচ্ছে। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন:কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটাগুলোতে অবৈধ কার্যক্রম সম্পর্কে প্রশাসন অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় অনেকেই মনে করছেন, প্রশাসনের নীরব ভূমিকা ইটভাটা মালিকদের অনৈতিক কার্যক্রমকে পরোক্ষভাবে উৎসাহিত করছে।
এই সমস্যার কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কুড়িগ্রামের পরিবেশ, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা স্থায়ী ক্ষতির সম্মুখীন হবে।