Homeজেলাফুলবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ: ছাত্র আন্দোলনের প্রতিবাদ

ফুলবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ: ছাত্র আন্দোলনের প্রতিবাদ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে গত ৫ জানুয়ারি, রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা তারান্নুমের কাছে লিখিত অভিযোগ জমা দেন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

অভিযোগপত্রে স্বাক্ষরকারী আমান আহমেদ শাওন জানান, জমি রেজিস্ট্রেশন ও অন্যান্য সেবা প্রদানের নামে দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ আদায়সহ নানা অনিয়ম চলছে। অভিযোগ অনুযায়ী, দলিল রেজিস্ট্রেশনের জন্য ২,৫০০ টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। এছাড়া দলিল লেখকদের লাইসেন্স নবায়নে সরকারি ফি পরিশোধের পরও অতিরিক্ত ৩,০০০ টাকা দাবি করা হচ্ছে। ছাত্রদের দাবি, এ দুর্নীতির ভিডিও প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আতিকুর রহমান ও সিদরাতুল সবুজ জানান, সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে। এ নিয়ে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। তাদের দাবি, “সকল সরকারি সেবায় হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

অভিযোগে অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরার জাহাঙ্গীর হোসেনের নাম উঠে এসেছে। অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, তারা সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন।

অভিযুক্ত মোহরার জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন এবং পরে ফোন বন্ধ রাখেন। অন্যদিকে, অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা ফোন রিসিভ করলেও ব্যস্ততার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।


আরও পড়ুন:রায়পুরে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা


ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মাহ্ফুজুর রহমান জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের শোকজ করা হবে এবং তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা তারান্নুম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকারি সেবার মান উন্নত করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর