Homeজেলানগরীতে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় স্কুল ছাত্র আহত

নগরীতে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় স্কুল ছাত্র আহত

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী এলাকার চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক এক স্কুল শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ৫ জানুয়ারী, রবিবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ডবলমুরিং থানা এলাকায় জায়গা সংক্রান্ত ঘটনা নিয়ে সন্ত্রাসীদের হাত থেকে বাবাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা কোমলমতি ৪র্থ শ্রেনীর ছাত্রকে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীদের হামলায় আহত স্কুল ছাত্রের নাম আবদুল সুরাক ওয়াহাজ(১২)।


আরও পড়ুন:পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে ভুয়া নাম-ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


সে নগরীর এফ এম মেথড বিদ্যালয়ের ছাত্র। এই ঘটনায় আহত ছাত্রের পিতা আবদুল ওয়াহাব লেদু (৪৪) বাদী হয়ে শাহ আলম রনি (৩৫), সালাউদ্দিন রাজু( ৩৪), মহিউদ্দিন ( ৩৮) কে বিবাদী করে নগরীর ডবলমুরিং থানায় জিড়ি করেন। যার নং ৩১৮। জিড়ি মূলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ রফিক আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এস আই ( নিরস্ত্র) মোঃ ইসমাইলকে নির্দেশ দেন। বিগত ২০১৭ সালেও আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক আশ্রয়ে এইসব সন্ত্রাসীরা বাদী আবদুল ওয়াহাবের বাড়ী ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র – জনতার উপর হামলাকারী এইসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় জনগণ।

সর্বশেষ খবর