Homeউপজেলাট্রাক-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেল চালকের

ট্রাক-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেল চালকের

নড়াইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে হাওয়াইখালি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পিকআপের চালক ছিলেন।

তার নাম দয়াল দাস। যশোরের কেশবপুরের বাসিন্দা তিনি। আহতরা হলেন- ট্রাকচালক আশিকুর ও সহকারী আরিফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হাওয়াইখালী ব্রিজের পশ্চিম প্রান্তে পার্কিং থেকে ট্রাকটি পূর্বমুখী ব্রিজে প্রবেশ করছিল।

এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মুরগির পিকআপ ট্রাকটির ওপর আছড়ে পড়ে। এতে পিকআপ ও ট্রাকের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক আশিকুর ও সহকারী আরিফকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।


আরও পড়ুন:ভারতে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার


তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, মহাসড়কে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুটি বাহনই দুমড়েমুচড়ে গেছে। পুলিশের রেকার দিয়ে যানবাহন দুটি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ খবর