বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুর্ব্যবহার করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি।
রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন ফারুক।
বিসিবি সভাপতি বলেন, দুর্ব্যবহার তো একটা আপেক্ষিক ব্যাপার। আপনাকে ছোট্ট একটা কথা বললে এটা কি দুর্ব্যবহার? এটা তো আপেক্ষিক একটা ব্যাপার।
সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দিয়েছেন, সেদিন কাকে কী বলেছেন সেটি হয়ত তার মনেও নেই।
তবে সংবাদমাধ্যমে এমন খবর চলে আসার বিষয়টি ভালোভাবে নেননি বিসিবি সভাপতি। তিনি বলেন, টিকিটের চাপ ছিল… সব মিলিয়ে প্রেসিডেন্ট হিসেবে দিনটি আমার সেরা সময় ছিল না। আপনারা সবাই জানেন, আরেকটি ঘটনাও ঘটেছে প্রেসিডেন্ট বক্সে।
তিনি বলেন, আমি বলেছিলাম, নো কমেন্ট, এখনও বলছি নো কমেন্ট, তবে ছিল (ঘটনা)। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল… তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি… তবে একটা প্রতিষ্ঠানের ভেতর মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। তবে সংবাদমাধ্যমে এগুলো চলে এলে, তা দোষের আমি মনে করি। আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।
এদিকে ফারুকের সেদিনের এমন কথা একেবারেই ভালোভাবে নিতে পারেননি নাজমুল আবেদিন। এমন ঘটনার জেরে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কাণ্ডের প্রতিক্রিয়ায় ফাহিম জানিয়েছেন, যদি তার কাজের মধ্যে বাধা আসে, তবে বোর্ডের দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত।
যদিও ফারুক জানান, নাজমুল আবেদিন পদত্যাগ করতে চান এমন কিছু তিনি শুনেননি। তবে এমন পরিস্থিতিতে কাজ করা যে কঠিন সেটি জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে।