Homeজেলালক্ষ্মীপুরে দেশীয় তৈরি এলজি বন্দুকসহ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরে দেশীয় তৈরি এলজি বন্দুকসহ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ৪ জানুয়ারি রাত ২৩:০৫ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় অবস্থানকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহদাত হোসেন টিটু গোপন সূত্রে জানতে পারেন যে, লতিফপুর এলাকায় বায়তুল আজহার জামে মসজিদের সামনে একজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে রাত ২৩:৩০ ঘটিকায় পুলিশ ওই স্থানে উপস্থিত হয়।

অভিযানের এক পর্যায়ে পালানোর সময় ডিবি পুলিশ রাহাত হোসেন বাবু (২৪), পিতা-শাহ আলম, মাতা-রুনা আক্তার, গ্রাম-পশ্চিম লতিফপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুরকে আটক করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি রাহাত হোসেন বাবু স্বীকার করেন যে, তার কাছে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক রয়েছে। তার নির্দেশনায় বায়তুল আজহার জামে মসজিদের সামনে জিসানের কবরের উপর পলিথিনের নিচ থেকে একটি লাল টিস্যু শপিং ব্যাগে রাখা বন্দুকটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বন্দুকটি কাঠের বাট, ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত এবং দৈর্ঘ্য ১৭ ইঞ্চি। এ ঘটনায় এসআই মোঃ ফয়েজ আহমেদ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা (নং-০৩, তারিখঃ ০৫/০১/২০২৫ খ্রি., ধারা: The Arms Act 1878 এর 19 (A)) দায়ের করেন।

পুলিশের মতে, গ্রেফতারকৃত আসামি রাহাত হোসেন বাবু অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি পরিচালনা করতো। তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, রাহাত হোসেন বাবুর কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে।

সর্বশেষ খবর