ঝিনাইদহের কেমব্রিজ একাডেমী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালের প্রথম ক্লাস পরিচালনা করেছে। রবিবার শহরের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. আতিয়ার রহমান।
নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরুতে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় নবীন বরণ অনুষ্ঠান। ক্যাম্পাসকে বেলুন দিয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। প্রথম শিফটের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং খেলনা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। একইভাবে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদেরও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রচণ্ড ঠাণ্ডা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ প্রশংসনীয়।
২০০৩ সালের ১১ জানুয়ারি মাত্র ৪০ জন শিক্ষার্থী নিয়ে কেমব্রিজ একাডেমী তার যাত্রা শুরু করেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৮ জন শিক্ষক এবং দুই শিফটে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনটি প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে স্মরণীয় হয়ে রইল।