সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের গুঞ্জনের মাঝে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় গায়ক তাহসান খান। তবে, সেই পোস্টে তিনি বিয়ে নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি।
শনিবার সন্ধ্যায় তাহসান তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে একটি ছবি শেয়ার করেন। সেখানে তার সঙ্গে রয়েছেন রোজা আহমেদ নামের এক নারী।
গুঞ্জনে শোনা যাচ্ছে, রোজার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তাহসান। তবে দিনভর এ বিষয়ে তাহসান কিংবা রোজা, কেউই মুখ খুলেননি।
শেষমেশ সন্ধ্যায় কিছুটা নীরবতা ভেঙে তাহসান তাদের দুজনের একটি ছবি পোস্ট করেন এবং নিজের গাওয়া একটি গানের কয়েকটি লাইন লেখেন।
তিনি লেখেন: “কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”
তাহসানের এই পোস্ট আরও বেশি জল্পনা-কল্পনা উসকে দিয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান ও অভিনেত্রী মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক কন্যাসন্তান রয়েছে, যার জন্ম ২০১৩ সালের ৩০ জুলাই।
২০১৭ সালের ৪ অক্টোবর, তাহসান ও মিথিলা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। পরবর্তীতে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন।
তাহসানের সাম্প্রতিক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল চরমে। বিয়ের গুঞ্জন সত্যি নাকি এটি স্রেফ একটি সৃষ্টিশীল প্রকাশ, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।